লখনউ, ২৪ এপ্রিল (হি.স.) : লখিমপুরে কৃষক হত্যায় অভিযুক্ত অজয় মিশ্রকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রবিবার জেলে ফিরে গেলেন অভিযুক্ত অজয় মিশ্র। গত ১৮ এপ্রিল সুপ্রিম কোর্ট অজয় মিশ্রের জামিন বাতিল করে দেয়। পাশাপাশি তাঁকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। সেই সময়সীমা শেষের আগেই রবিবার জেলে ফিরে গেলেন তিনি।
গত ১০ ফেব্রুয়ারি জামিনে জেল থেকে ছাড়া পান আশিস মিশ্র। সে দিন উত্তরপ্রদেশে প্রথম দফা ভোট ছিল। এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান কৃষকরা। এলাহাবাদ হাইকোর্টকে রীতিমতো ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। কড়া ভাষায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত জানান, হাইকোর্ট ‘প্রয়োজনীয় বিষয়কে অগ্রাহ্য করে ভিত্তিহীন পর্যবেক্ষণের উপর’ জামিনের নির্দেশ দিয়েছিল। হিংসার শিকার যাঁরা হয়েছেন তাঁদের বক্তব্য শোনা হয়নি। যদিও আশিস মিশ্রের সামনে ফের জামিনের আবেদন করার পথ খোলা আছে। তবে সেই আবেদনের শুনানি হবে পৃথক বেঞ্চে। এমনটাই জানায় সুপ্রিম কোর্ট।