স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : উত্তর-পূর্বের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে মহাকুম্ভে আস্থার ডুব দিলেন সিকিমের প্রেম সিং তামাং। পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছেন তিনি। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গেই মোক্ষলাভের উদ্দেশে প্রয়াগরাজে গিয়েছে ১৩৫ জনের প্রতিনিধি দল। বিশ্বের সব থেকে এই ধর্মীয় সমাবেশ আয়োজনে কোনও ত্রুটি রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল মহাকুম্ভে’র স্বপ্ন পূরণ করেছেন তিনি। কুম্ভমেলাকে সাফল্যের জন্য মোদি ও যোগী যে দৃঢ় সংকল্প করেছেন তাঁর জন্য দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তামাং।
১৪৪ বছর পর পুণ্যতিথিতে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। যা সাড়া ফেলে দিয়েছে বিশ্বের নানা প্রান্তে। সাধু-সন্ত, সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে বলিউড-হলিউড তারকার পবিত্র গঙ্গায় আস্থার ডুব দিয়েছেন। আমেরিকা, ব্রিটেন, এমনকি পাকিস্তানের মতো দেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত জমাচ্ছেন প্রয়াগরাজে। ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়া পুণ্যার্থীর সংখ্যাটা ৪০ কোটি ছাড়িয়ে গিয়েছে। যত সময় গড়াচ্ছে এই সংখ্যাটা আরও বাড়ছে। এবার কুম্ভে গিয়ে সনাতন ধর্মের মাহাত্ম্য ও আধ্যাত্মিক চেতনা অনুভব করলেন সিকিমের মুখ্যমন্ত্রী তামাং। তাঁর সঙ্গে গতকাল রবিবার আস্থার ডুব দিয়েছেন উত্তর-পূর্বের রাজ্য়টির আরও ১৩৫ জন প্রতিনিধি।
মহাকুম্ভে ডুব দেওয়ার পর এদিন তামাং বলেন, “আমার অনেক সৌভাগ্য যে আমি এই পবিত্র স্থানে আসতে পেরেছি। গঙ্গায় ডুব দেওয়ার পর আমি গভীর শান্তি অনুভব করছি। এই সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অসংখ্য ধন্যবাদ। সনাতন ধর্মের অপার শক্তি অনুভব করার জন্য লক্ষ লক্ষ ভক্ত এখানে ভিড় জমাচ্ছেন।” তামাং ছাড়াও এদিন ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
প্রসঙ্গত, মহাকুম্ভে ডুব দিতে রবিবারই উত্তরপ্রদেশ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এরপর সোমবার সকালে কুম্ভের উদ্দেশে রওনা দেন দ্রৌপদী। তাঁর আগমন উপলক্ষে বিশেষ ব্যবস্থা করা হয় যোগী সরকারের তরফে। গোটা এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তারক্ষীতে। নদীতে ভেসেলে চড়ে রাষ্ট্রপতি যান ত্রিবেণী সঙ্গমের নির্ধারিত ঘাটে। এই যাত্রাপথের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে গঙ্গায় পরিযায়ী পাখিদের খাবার খেতে দিচ্ছেন রাষ্ট্রপতি। এরপর তাঁর স্নানের জন্য নির্ধারিত ঘাটে সিঁড়ি বেয়ে নেমে সঙ্গমে ডুব দেন রাষ্ট্রপতি।