স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ ফেব্রুয়ারি : পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটেনি এখনও। এর মধ্যে ফের বিপর্যয়ের ছায়া মহাকুম্ভে। যমুনাপুরম সেক্টরে লাগল আগুন। দাউদাউ আগুনের শিখা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় অগ্নি নির্বাপণের চেষ্টা। অবশেষে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জানা যাচ্ছে, আগুন নজরে আসতেই দ্রুত তা নেভানোর কাজে নামে পুলিশ, নিরাপত্তা কর্মী ও দমকল। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় কোনও বিপদ ঘটেনি। কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন ছড়িয়ে পড়েছিল ২০টি তাঁবুতে।
উল্লেখ্য, একের পর এক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এবারের মহাকুম্ভ। গত সোমবার হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে যান ৬ জন পুণ্যার্থী। তাদের মধ্যে ছিল দুই কিশোরও। আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারও আগে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এর দীর্ঘক্ষণ পর যোগী সরকারের তরফে জানানো হয়, দুর্ঘটনার জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিকে বেসরকারি মতে জানা যাচ্ছে, আসলে মৃতের সংখ্যা শতাধিক। এই পরিস্থিতিতে সংসদে বাজেট অধিবেশন শুরু হতেই কুম্ভ ইস্যুতে সরব হয়ে ওঠেন বিরোধী সাংসদরা। লোকসভার পাশাপাশি এর আঁচ এসে পড়ে রাজ্যসভাতেও। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের জাতীয় সভাপতি খাড়গে বলেন, “মহাকুম্ভে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।” এর মধ্যেই এবার আগুন লাগল মহাকুম্ভে।
এতদিকে কুম্ভে আগুন লাগার ঘটনাও আগে ঘটেছে। গত সপ্তাহেই সেক্টর ২২-এ পুড়ে ছাই হয় ১৫টি শিবির। তবে সময়মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কেউ হতাহত হননি।