Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়নৈরাজ্যের বাংলাদেশ নিয়ে বিস্ফোরক পোস্ট তসলিমার

নৈরাজ্যের বাংলাদেশ নিয়ে বিস্ফোরক পোস্ট তসলিমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ ফেব্রুয়ারি : হাসিনাবিহীন বাংলাদেশে অরাজকতা ও মৌলবাদীদের দাপাদাপি সীমা ছাড়িয়েছে। গত বুধবার রাত থেকে নতুন করে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি একাধিক জায়গায় ব্যাপক ভাঙচুর চালায় উগ্রবাদীদের দল। চলে বেলাগাম লুঠ। এই ঘটনাতে এবার সোশাল মিডিয়ায় সরব হয়ে উঠলেন সাহিত্যিক তসলিমা নাসরিন । হামলাকারীদের ‘নিকৃষ্ট চোরের জাত’ বলে তোপ দাগলেন তিনি

গত দুদিন ধরে বাংলাদেশে বেলাগাম হিংসার ঘটনায় শুক্রবার সোশাল মিডিয়ায় সরব হন তসলিমা লেখেন, ‘৩২ নম্বরের ধ্বংসস্তূপে শত শত লোক দাঁড়িয়ে আছে। তারা মাটি খুঁড়ে দেখছে কোনও গর্তে টাকা পয়সা উঁকি দিচ্ছে কি না, কোথাও ধন দৌলত লুকোনো আছে কি না। পেলেই লুট করবে। দু’হাতে যত পারে নিয়ে দৌড়োবে বাড়ির দিকে। তারা ইতিউতি আয়নাঘর খোঁজে, ওখানেও কিছু জিনিসপত্র আছে কিনা, থাকলে সেসব মাথায় নিয়ে দৌড়োবে বাড়ির দিকে।’ একই সঙ্গে তসলিমার তোপ, ‘বাঙালি মুসলমান জাতটাই এখন একটা নিকৃষ্ট চোরের জাত। হাসিনার ওপর রাগের এদের প্রধান কারণ হাসিনা এবং তাঁর পেয়ারের লোকেরা প্রচুর টাকা চুরি করেছে, অথচ তারা করতে পারেনি চুরি। তারাও যদি চুরি করতে পারতো, তাহলে রাগ বলতে কিছু থাকতো না।’

হাসিনা আমলেই দেশছাড়া করা হয়েছিল ‘মেয়েবেলা’র লেখিকা তসলিমা নাসরিনকে। এর আগেও একাধিক হাসিনার মুসলিম তোষণ নিয়ে সরব হয়েছিলেন তসলিমা। এই তোষণের প্রসঙ্গ তুলেই হামলাকারীদের বার্তা দিয়ে তসলিমা লেখেন, ‘ধার্মিকদের বশ করার বদ উদ্দেশ্য নিয়ে ৫৬০টি মডেল মসজিদ বানিয়েছিলেন হাসিনা। হাসিনার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে যেসব ইমারত ধ্বংস করা হচ্ছে, সেসবের নির্মাতা হাসিনা নন। যদি বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্রজনতা তাঁর নির্মিত ৫৬০টি মডেল মসজিদ আজ ভেঙে গুঁড়ো করে অথবা পুড়িয়ে ছাই করে তাহলেই হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে সত্যিকার প্রতিশোধ। তাই দেরি নয়, হাতুড়ি শাবল নিয়ে এগিয়ে চলুন।’

হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। গত বুধবার রাত থেকে নতুন করে অশান্তি চরমে উঠেছে। মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে ‘বিপ্লবী’ ছাত্ররা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর। ৯টার একটু আগে থেকেই দেখা যায় তিনতলা জ্বলছে। বৃহস্পতিবার সকালে দেখা যায় বঙ্গবন্ধু ভবন কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে। শুধু বঙ্গবন্ধু ভবন নয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর করে একদল। ময়মনসিংহ-সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবরের মূর্তি ভাঙচুর হয়েছে। ভৈরবে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর চালানোরও খবর মিলছে। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী তথা অভিনেত্রী শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য