Monday, February 10, 2025
বাড়িজাতীয়‘মৌনী অমাবস্যা’র আগে প্রয়াগরাজের বিমান ভাড়া আকাশে!

‘মৌনী অমাবস্যা’র আগে প্রয়াগরাজের বিমান ভাড়া আকাশে!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: ‘মৌনী অমাবস্যা’র আগে প্রয়াগরাজের বিমান ভাড়া আকাশে! ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছরের মহাযোগে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে পুণ্যস্নানে প্রথম দিন থেকেই ভিড় করছেন লক্ষ লক্ষ ভক্ত। যদিও এর আগে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে এসেছেন। মনে করা হচ্ছে, এই পরিসংখ্যানকে পিছনে ফেলবে ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’ পুণ্যস্নান। মোক্ষের ডুব দিতে গোটা ভারতই যেন ওই দিন প্রয়াগরাজে আসার পরিকল্পনা করেছে। তাতেই প্রয়াগরাজের বিমানের ভাড়া আকাশমুখী।

অনলাইনে বিমান সংস্থাগুলির ভাড়া খতিয়ে দেখে মাথায় হাত পড়েছে আমজনতার। উড়ান সংস্থাগুলি ভাড়া এক লাফে অনেকটাই বৃদ্ধি করেছে বলে দাবি যাত্রীদের। ট্র্যাভেল পোর্টাল ‘স্কাইস্ক্যানার’-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্তও দিল্লি-প্রয়াগরাজের এক পিঠের বিমানভাড়া ছিল ২১ হাজারের বেশি। মুম্বই-প্রয়াগরাজের বিমানের টিকিটের দাম ২২ থেকে ৬০ হাজার টাকা। বেঙ্গালুরু-প্রয়াগরাজের ভাড়া ২৬ থেকে ৪৮ হাজার টাকা অবধি। উল্লেখ্য, সাধারণ সময়ে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজের ভাড়া গড়ে ৫ হাজার টাকার আশপাশে থাকে। অর্থাৎ কুম্ভের দাপটে কয়েক গুণ বেড়ে গিয়েছে বিমানের ভাড়া।

উল্লেখ্য, কুম্ভমেলায় টিকিটের চাহিদার কথা ভেবে অতিরিক্ত ৮১টি উড়ানের অনুমতি দিয়েছে ডিজিসিএ। এর ফলে জানুয়ারিতে গোটা ভারতে প্রয়াগরাজমুখী বিমানের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২। এরপরেও চাহিদা অনুযায়ী টিকিটের যোগান নেহাত কম। যাত্রীদের অভিযোগ, এই অবস্থার সুযোগ নিচ্ছে উড়ানসংস্থাগুলি। বাধ্য হয়ে মাঠে নেমেছে ডিজিসিএ। ইতিমধ্যে দেশের সমস্ত বিমান সংস্থাকে ভাড়া নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য