Thursday, December 26, 2024
বাড়িজাতীয়ওমর আবদুল্লার গাড়ি কিনতে বরাদ্দ ৩.৪ কোটি!

ওমর আবদুল্লার গাড়ি কিনতে বরাদ্দ ৩.৪ কোটি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ডিসেম্বরঃ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা গাড়ি কিনবেন। আর সেই গাড়ি কেনার জন্য ৩ কোটি ৪ লক্ষ টাকা অনুমোদন করল জম্মু ও কাশ্মীর সরকার। জানা যাচ্ছে, ফরচুনা ও টয়োটা সংস্থার মোট ৮টি গাড়ি কেনার জন্য এই টাকা মঞ্জুর করা হয়েছে রাজকোষ থেকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। এই টাকা বরাদ্দের ঘটনায় প্রশ্ন তুলেছেন শ্রীনগরেরন প্রাক্তন মেয়র।

জম্মু ও কাশ্মীরের পরিবহণ দপ্তরের তরফে জানা গিয়েছে, দিল্লি ও কাশ্মীরে মুখ্যমন্ত্রীর যাতায়াতের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে গুরুত্ব দিতেই এই ৮টি গাড়ি কেনার জন্য অর্থমঞ্জুর করা হয়েছে। এবং সেই টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে স্টেট মোটর গ্যারাজেসকে। যে ৮টি গাড়ি কেনা হচ্ছে তার মধ্যে দিল্লিতে থাকবে চারটি গাড়ি। বাকি দুটি করে গাড়ি থাকবে জম্মু ও কাশ্মীরে। আরও জানা গিয়েছে, দিল্লিতে যে গাড়িগুলি কেনা হচ্ছে তার প্রতিটা গাড়ির দাম পড়বে ৩৪ লক্ষ টাকা করে। এবং শ্রীনগরে যে গাড়িগুলি কেনা হচ্ছে সেগুলি ৪২ লক্ষ টাকা করে দাম। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরে নব নির্বাচিত বিধায়কদের ৯০টি এসইউভি ও স্করপিও গাড়ি অর্ডার দেওয়া হয়েছে। যার জন্য খরচ পড়ছে ১৪.৮৫ কোটি টাকা। এই বিপুল অর্থ মুখ্যমন্ত্রী ও বিধায়কদের বিলাসের উদ্দেশে খরচ করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনেইদ মাট্টু। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ঠিক কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত তাঁর। তাঁর কটাক্ষ, ‘২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, ব্যবসায়িক নিয়ম, PSI-এর জন্য বয়স শিথিল, এইসব বিষয়ে কোনও উদ্যোগ নেই। রাজার এমনিতে কোনও ক্ষমতা নেই, অথচ রাজা ও নিজের অশ্বারোহীদের জন্য কেনাকাটায় সমস্ত ক্ষমতা উপলব্ধ। বাহ।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য