মুম্বই, ১৭ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা হয়েছিল, বললেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, মহারাষ্ট্রের জনগণ ও পুলিশ সজাগ রয়েছে, তাই শান্তি বিঘ্নিত করার চেষ্টা সফল হয়নি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, “আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাই না।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, “মহারাষ্ট্রে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখানকার মানুষ ও পুলিশ সেই চেষ্টা সফল হতে দেননি। রাজ্যে ”নিউ ওয়াইসি”…”হিন্দু ওয়াইসি”-র মাধ্যমে রাম ও হনুমানের নামে দাঙ্গা উসকে দেওয়ার মিশন ছিল কিছু মানুষের, কিন্তু আমরা তা হতে দেব না।”
এদিন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে জানিয়েছেন, “আমরা মহারাষ্ট্রে দাঙ্গা চাই না। কেউ নামাজ পড়ার বিরোধিতা করেননি। কিন্তু, আপনারা (মুসলিমরা) যদি লাউডস্পিকারে নামাজ পাঠ করেন, তাহলে আমরাও লাউডস্পিকার ব্যবহার করব। মুসলমানদের বোঝা উচিত যে আইনের চেয়ে ধর্ম বড় নয়৷ ৩ মে এর পরে, আমি দেখব কী করতে হবে।”