স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ডিসেম্বরঃ সংসদে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এমনই অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক অন্যান্য বিরোধী দলগুলি সমর্থন করেছে এই প্রস্তাব।
ধনকড়ের বিরুদ্ধে বিরোধী শিবির যে অনাস্থা আনতে চলেছে সে আভাষ পাওয়া গিয়েছিল গতকালই। এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনকড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিরোধীরা কথা বলতে উঠতে বার বার বাধা দেওয়া হচ্ছে তাঁদের, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানানো হলেও তা মানা হচ্ছে না। অন্যদিকে, শাসকদলের সাংসদদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে।
লাগাতার এই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির সংবিধানের ৬৭(বি) ধারায় উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনল। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করার করার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, ‘সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন চেয়ারম্যান তাতে অনাস্থা ছাড়া অন্য কোনও বিকল্প আমাদের কাছে নেই।’ সূত্রের খবর, কংগ্রেসের এই প্রস্তাবে ইতিমধ্যেই সাক্ষর করেছেন ৭০ জন বিরোধী সাংসদ।
ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা আনতে গতকালই প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বিরোধীরা। বিরোধী শিবিরের তরফে আরও অভিযোগ তোলা হয়েছিল, সংসদের শীর্ষ আসনে বসে সাংসদদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন জগদীপ ধনকড়। যা সংসদের নিয়ম বিরুদ্ধ। বিরোধীদের অভিযোগ, রাজ্যসভার রুল নম্বর ২৩৮(২) অনুযায়ী, কোনও সাংসদ নিজের বক্তৃতায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। এটা শুধু সাংসদদের ক্ষেত্রে নয়, একইভাবে প্রযোজ্য রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রেও। এই সব অভিযোগকে সামনে রেখে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।