Tuesday, April 16, 2024
বাড়িজাতীয়দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে কাজ করেছেন মোদীজি : জে পি...

দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে কাজ করেছেন মোদীজি : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): করোনা পরিস্থিতিতে দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে দ্রুত কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার দিলির কৈলাশ নগরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

তাঁদের হাতে রেশনের সামগ্রীও বিতরণ করেছেন নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “করোনা সংকটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের দেশের কেউ যেন ক্ষুদার্ত না ঘুমোয়। তাই দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর রিপোর্টে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে দারিদ্র্যতা বাড়তে দেওয়ার পরিবর্তে তা নির্মূলে দ্রুত কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

নাড্ডা বলেছেন, “২০২০ সালের ২৪ মার্চ লকডাউন বলবৎ হওয়ার কয়েকদিন পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকে ৮০ কোটি দেশবাসীকে প্রতি ব্যক্তি/পরিবারে ৫ কেজি গম/চাল এবং ১ কেজি ডাল দেওয়া হচ্ছে।” নাড্ডার কথায়, “আন্তর্জাতিক ফোরামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর বলেছিলেন, আমাদের মোদীজি এবং ভারতের কাছ থেকে শেখা উচিত। করোনার মতো মহামারী এলে সেই মহামারীর সময় শুধু ওষুধ দিলেই হয় না, ওষুধের সঙ্গে খাবারও দিতে হয়।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য