নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের নতুন এক্স-ই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আশ্বস্ত করলেন ডাঃ এন কে অরোরা। টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল উপদেষ্টা গোষ্ঠীর প্রধান এন কে অরোরা সোমবার জানিয়েছেন, এক্স সিরিজের ওমিক্রন ভ্যারিয়েন্ট, গুরুতর রোগের কারণ হয় না, ভারতীয় তথ্য পরিসংখ্যান অনুযায়ী অতি দ্রুত হারে এই প্রজাতি ছড়িয়ে পরার এখনও কোনও প্রমাণ নেই।
ভারত যখন সুস্থ হচ্ছে, এমন সময় করোনার এক্স-ই প্রজাতি চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র এবং গুজরাট থেকে ওমিক্রনের দু’টি সাব-ভ্যারিয়েন্টের হাইব্রিড সংস্করণে আক্রান্ত হওয়ার খবরের প্রেক্ষিতে টিকাকরণ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান এন কে অরোরা আজ জানিয়েছেন, ওমিক্রন অনেক নতুন প্রজাতির জন্ম দিচ্ছে। এটি এক্স-ই এবং অন্যদের মত এক্স সিরিজের। এই প্রজাতি আসতেই থাকবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতে এই প্রজাতি ছড়িয়ে পরার এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।