নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): দেশে উপর্যুপরি হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, ঘৃণা, বিদ্বেষ ও হিংসা ক্রমেই দেশকে দুর্বল করছে। সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রামনবমী উদযাপন ঘিরে রবিবার অশান্ত হয়েছিল গুজরাট ও মধ্যপ্রদেশ। গুজরাটে আবার হিংসায় মৃত্যু হয় একজনের। আবার রবিবারই আমিষ খাবার নিয়ে বিবাদের জেরে হিংসার সাক্ষী থাকে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।
একদিনে দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনাতেই উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “ঘৃণা, হিংসা ও বিদ্বেষ আমাদের প্রিয় দেশকে দুর্বল করে দিচ্ছে। ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়েই প্রগতির পথ প্রশস্ত হয়। আসুন একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ভারতকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ হই।”