Saturday, December 7, 2024
বাড়িজাতীয়হায়দরাবাদের জুবিলি হিল্‌সে হোটেলে বিস্ফোরণ!

হায়দরাবাদের জুবিলি হিল্‌সে হোটেলে বিস্ফোরণ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ নভেম্বর : হায়দরাবাদের জুবিলি হিল্‌সে একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রবিবার সকালে। বিস্ফোরণে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল থেকে ইট এবং পাথর ছিটকে ২০ মিটার দূরে গিয়ে পড়ে। হোটেল সংলগ্ন ছ’টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। হোটেলের পাশেই রয়েছে বসতি এলাকা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সেখানেও। লোকজন ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বেঙ্কটগিরি-সহ পুলিশের শীর্ষকর্তারা হোটেলে যান। ঘটনাস্থল ঘুরে দেখেন। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা।
অন্য দিকে, খাইরাতাবাদের বিধায়ক দানাম নগেন্দ্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎই জোরালো একটি আওয়াজ হয়। তার পরই ইট, পাথর ছিটকে বাড়ির দিকে আসতে শুরু করে। হোটেলের কাছেই যে হেতু বাড়িগুলি রয়েছে, বিস্ফোরণের জেরে কম্পন হওয়ায় সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য