Saturday, December 7, 2024
বাড়িরাজ্যপেট্রোল সংকটের মুখে রাজ্য! রবিবার থেকে চালু হবে রেশনিং ব্যবস্থা

পেট্রোল সংকটের মুখে রাজ্য! রবিবার থেকে চালু হবে রেশনিং ব্যবস্থা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : আবারো পেট্রোল সংকটের মুখে রাজ্য! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারনে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে রবিবার থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এর জন্য নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে। এই রেশনিং ব্যাবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোল পরিবহন পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত বহাল থাকবে। এদিকে সামাজিক মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী এ বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

 তিনি বলেন, লামডিং-বদরপুর এলাকায় রেল লাইনের প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে চার দিন সময় লাগবে এই রেল লাইনের কাজ সংস্কার করতে। উত্তর পূর্ব রেলওয়ে জিএম জানিয়েছেন আগামী ১৩ নভেম্বরের মধ্যে রেল লাইনের সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। তারপর যে পেট্রোল পণ্যের প্রয়োজন হবে সেটা পুনরায় পূরণ করা সম্ভব হবে। তিনি আরো জানিয়েছেন, রাস্তা খারাপ হওয়ায় ধর্মনগর ডিপুতে পেট্রোল মজুদ করার জন্য আনা সম্ভব হচ্ছে না। এবং সেখানে যে পেট্রোল পণ্য মজুদ ছিল সেটাও পায় শেষ হওয়ার পথে।

তাই বাধ্য হয়ে রাজ্য সরকার রবিবার থেকে সারারাজ্যে পেট্রোল পাম্প পাম্প গুলিতে রেশনিং ব্যবস্থা চালু করা হবে। দ্বিচক্র যান গুলিতে ২০০ টাকা করে পেট্রোল দেওয়া যাবে। ত্রিচক্র যানে ৪০০ টাকার পেট্রোল এবং বড় গাড়িতে এক হাজার টাকা করে পেট্রোল দেওয়া যাবে। তিনি আরো জানিয়েছেন ডিজেল নিয়ে এখন পর্যন্ত কোন উদ্বেগের কারণ নেই। কারণ ডিজেল পর্যাপ্ত পরিমাণে রাজ্যে মজুদ আছে। পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার জন্য। কোনো ধরনের অতি-ক্রয় করতে লিপ্ত না হতে আহবান জানিয়েছে তিনি। আরো জানিয়েছেন রবিবার থেকে পেট্রোল পাম্প গুলির মধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হবে। যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য