Monday, March 17, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্রের ভোটে প্রার্থী কমিয়ে এক-তৃতীয়াংশ করলেন ওয়েইসি!

মহারাষ্ট্রের ভোটে প্রার্থী কমিয়ে এক-তৃতীয়াংশ করলেন ওয়েইসি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ অক্টোবর : মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ১৪টি আসনে প্রার্থী দিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)। এর মধ্যে চারটি আসন রাজধানী মুম্বইয়ের। বাকিগুলি মূলত পশ্চিম মহারাষ্ট্রে অওরঙ্গাবাদ ডিভিশনে।

২০১৯ সালের লোকসভা ভোটে ওয়েইসির দল জোট গড়েছিল বাবাসাহেব অম্বেডকরের পৌত্র, প্রভাবশালী দলিত নেতা প্রকাশ অম্বেডকরের দল ‘বঞ্চিত বহুজন আঘাড়ী’ (ভিবিএ)-র সঙ্গে। অওরঙ্গাবাদ লোকসভা কেন্দ্রে জিতেছিলেন মিম প্রার্থী। এর পর সে বছরের বিধানসভা ভোটে ৪৪টি আসনে লড়ে দু’টিতে জিতেছিল ওয়েইসির দল। পেয়েছিল প্রায় দেড় শতাংশ ভোট।

কিন্তু এ বার লোকসভা ভোটে ভিবিএ-স সঙ্গে সমঝোতা করে তিনটি আসনে লড়েও শূন্য হাতে ফিরতে হয়েছে ওয়েইসিকে। অওরঙ্গাবাদ আসনটি শিন্ডসেনার কাছে খুইয়েছে তাঁর দল। এই পরিস্থিতিতে গত বারের বিধানসভা ভোটের তুলনায় মিম এক-তৃতীয়াংশ আসনে লড়ায় বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র তিন শরিক— কংগ্রেস, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওয়ারের এনসিপি (এসপি) কিছুটা সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য