Saturday, March 22, 2025
বাড়িজাতীয়আলোর উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।

আলোর উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর : ৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন। প্রত্যাবর্তনের পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা। তাই এবারের আলোর উৎসব অনেক বেশি স্পেশাল। দীপাবলির আগে শুভেচ্ছা জানাতে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে শুভেচ্ছা জানান তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ। রাম জন্মভূমি অযোধ্যায় হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার পর এই প্রথমবার দীপাবলি উৎসবে মাতবেন অযোধ্যাবাসী। সেজন্য ইতিমধ্যেই বিশেষ অয়োজনের প্রস্তুতি নিচ্ছে গোটা শহর। সারা শহরে অন্তত ২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। জানা গিয়েছে, প্রথমবার দীপাবলি উদযাপনে রামলালাকে সাজানো হবে বিশেষ পোশাকে। রামলালাকে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাকে।

কেবল অযোধ্যা নয়, দীপাবলি উদযাপনের প্রস্তুতি গোটা দেশেই। মঙ্গলবার আলোর উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। বক্তৃতা দিতে গিয়ে বলেন, “ধনতেরসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আর দুদিন পরে সকলে মিলে দীপাবলি উদযাপন করব। এবারের দীপাবলি আমাদের কাছে খুব স্পেশাল। কারণ ৫০০ বছর পরে রামলালা তাঁর অযোধ্যার মন্দিরে বিরাজ করছেন। অযোধ্যার এই মন্দিরে প্রথমবার দীপাবলি পালন করবেন রামলালা। এমন স্পেশাল দীপাবলির সাক্ষী হতে পারাটাও আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার।”

মঙ্গলবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সে বক্তৃতা দেওয়ার পাশাপাশি ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন তিনি। উৎসবের আবহে নতুন চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রোজগার মেলা থেকে প্রত্যেক বছরই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন মোদি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য