স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর: ইউক্রেনের ১৯৬ দশমিক ১ বর্গকিলোমিটার এলাকা মাত্র এক সপ্তাহে দখল করে নিয়েছে রাশিয়া। গত ২০ থেকে ২৭ অক্টোবরের মধ্যে এসব এলাকা দখল করে তারা। চলতি বছর কোনো এক সপ্তাহে ইউক্রেনের ভূখণ্ডে এটিই ছিল রুশ বাহিনীর সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়ার ঘটনা।ইউক্রেনের একটি অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রের তথ্য বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে রুশ মিডিয়া গ্রুপ অ্যাজেনৎস্তোভো।রুশ কর্মকর্তারা বলছেন, তাঁদের সেনারা যেভাবে অগ্রসর হচ্ছেন, তাতে আড়াই বছরের দীর্ঘ এ যুদ্ধ সবচেয়ে বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে চিন্তায় পড়েছে ইউক্রেনকে সহায়তাকারী পশ্চিমা দেশগুলো।
মানচিত্র বিশ্লেষণ করে পাওয়া তথ্য অনুযায়ী, রুশ বাহিনী গত সেপ্টেম্বরে আড়াই বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হয়েছে। যদিও এ সময় ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে নিতে সক্ষম হয়।অ্যাজেনৎস্তোভো বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আর কখনো এক সপ্তাহে এত দ্রুত অগ্রসর হয়নি রুশ বাহিনী।মিডিয়া গ্রুপটি বলেছে, গত সপ্তাহে ইউক্রেনের বুহলেন্দর শহরের কাছে ৯৫ বর্গকিলোমিটার দখল করে রুশ বাহিনী। পকরোভস্ক শহরের কাছে দখল করে আরও ৬৩ বর্গকিলোমিটার এলাকা। শহর দুটি পূর্ব ইউক্রেনের দনবাসে অবস্থিত।
গ্রুপটির দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠানোর সিদ্ধান্তের কারণে ইউক্রেনের দনবাসে প্রতিরক্ষা ব্যুহ দুর্বল হয়ে পড়েছে। কারণ, ইউক্রেন তাদের সেনাদের সরিয়ে নিলেও রাশিয়া দনবাস থেকে কুরস্কে সেনাদের স্থানান্তর করেনি।রাশিয়ার কাছে এখনো বিপুল সেনা ও গোলাবারুদ আছে। সে তুলনায় অস্ত্র ও জনবল সংকটে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটি পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র চেয়েছে।ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ বর্তমানে রুশ বাহিনীর হাতে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে পুরোদমে যুদ্ধ শুরু করে রাশিয়া।