Tuesday, October 22, 2024
বাড়িজাতীয়দান্তেওয়াড়ায় মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ৩৮, পালটা IED বিস্ফোরণে আহত দুই জওয়ান

দান্তেওয়াড়ায় মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ৩৮, পালটা IED বিস্ফোরণে আহত দুই জওয়ান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর  :  ইদানীংকালে মাওবাদী অভিযানে সবচেয়ে বড় সাফল্য মিলেছে সপ্তাহ খানেক আগে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’-এর অভিযানে ৩১ মাওবাদী খতম হয়েছে। যদিও শুক্রবার দান্তেওয়াড়া পুলিশের দাবি, ৩১ নয়, দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্তে জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও ৭ মাওবাদীর। ফলে মোট মৃত মাওবাদীর সংখ্যা দাঁড়াল ৩৮। এদিকে শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর অভিযানের পথে একাধিক আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। দুই সেনা জওয়ান আহত হয়েছেন বিস্ফোরণে।

গত সপ্তাহে নায়ারণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমানাবর্তী অবুঝমাঢ়ের জঙ্গলে অভিযান চালায় এসটিএফ এবং ডিআরজির যৌথবাহিনী। বারসুর থানার অন্তর্গত নেনপুর-থুলথুলির জঙ্গলে উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) অন্তত ৩১ জন নিহত হয়েছেন। একে খতম হওয়া মাওবাদীদের নাম সামনে আসার পরে দেখা যায়, অভিযানে দুই শীর্ষ মাও নেতা, যথাক্রমে সিপিআই (মাওবাদী)-র দণ্ডকারণ্য জোনাল কমিটির কমলেশ ওরফে আরকে এবং নীতি ওরফে উর্মিলারও মৃত্যু হয়েছে।

শুক্রবার দান্তেওয়াড়া পুলিশ জানাল, সেদিন এনকাইন্টারে মৃতের সংখ্যা ৩১ নয়, ৩৮। ৩৮ মাওবাদীদের মোট মাথার দাম ২ কোটি ৬২ লক্ষ টাকা। ইতিমধ্যে ২৯ জনের দেহ তুলে দেওয়া হয়েছে তাঁদের পরিবারকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য