জম্মু, ৫ এপ্রিল (হি. স.) : চলতি মাসের শেষের দিকে জম্মু-কাশ্মীর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কেন্দ্রশাসিত অঞ্চলে এটাই হতে চলেছে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর।
বিজেপি সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে কাশ্মীরি পন্ডিতদের হতে পারে কথা। জম্মু-কাশ্মীর বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অশোক কৌল জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরের সাম্বাতে স্থানীয় প্রতিনিধিদের একটি সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
অশোক কৌল জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের জন্য প্রচেষ্টা করা হচ্ছে, যাতে তাঁরা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের উদ্বেগ প্রকাশ করতে পারেন। প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।