মুম্বই, ৫ এপ্রিল (হি. স.) : ফের ধাক্কা শেয়ার বাজারে। মঙ্গলবারও পতন হল সূচকের। সেনসেক্স ৪৩৫.২৪ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৬০,১৭৬.৫০ পয়েন্টে। নিফটির সূচক ৯৬ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১৭,৯৫৭.৪০ পয়েন্টে। চিন্তায় বিনিয়োগকারীরা।
এদিন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্রার শেয়ারের পতন ঘটে। লাভের মুখ দেখেছে আদানি পোর্টস, এনটিপিসি, টাটা মোটর্স, পাওয়ার গ্রিড কর্পোরেশন, টাটা কনজিউমার প্রোডাক্টস। বাজার বিশেষজ্ঞদের মতে, রুশ-ইউক্রেন সংঘাতের জেরে শেয়ার বাজারে চলছে অস্থিরতা। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ারবাজারেও এই সংঘাতের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। তবে স্বস্তির বিষয়, সোনার দাম গত চারদিন ধরে এক রয়েছে। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম মঙ্গলবার ছিল ৪৭,৮০০ টাকা।