নয়াদিল্লি, ২৮মার্চ (হি. স.) : করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ এখন অনেকটাই সচেতন। তাই এবার করোনার কলার টিউন বন্ধ করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র।
এই কলার টিউনটি মূলত কোভিড-১৯ মহামারী সম্পর্কে সচেতনতা ছড়াতে এবং নাগরিকরা যাতে সময়মতো নিজেদের করোনা টিকার ডোজ নেন, তার জন্যই চালু করা হয়েছিল। জানা গেছে, ভারত সরকার কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে। দেশ এখন করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ যেভাবে হু হু করে বেড়েছিল, তাও এখন কমে গিয়েছে। সোমবার ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। ২০২০ সালের এপ্রিল মাসের পর থেকে এই পরিসংখ্যান সর্বনিম্ন। এর পাশাপাশি দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এবং কোভিড-১৯ পজিটিভিটি রেটও প্রতিদিন কমছে। এই পরিস্থিতিতে ফোনের কোভিড কলার টিউন বন্ধ করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে দেশে করোনা মহামারী ছড়িয়ে পড়তেই কোভিড -১৯ কলার টিউনটি চালু হয়েছিল। ভারতী এয়ারটেল, বিএসএনএল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন অপারেটররা ২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের জারি করা এক নির্দেশিকা অনুযায়ী এই কলার টিউন চালানো শুরু করেছিল।