নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাঁদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। পশ্চিমবঙ্গ-সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় এখন উত্তাল পশ্চিমবঙ্গ, এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল নিজেই টুইট করে এই সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন।