চন্ডীগড়, ২৮ মার্চ (হি.স.): পঞ্জাবের জনগণের সুবিধার্থে ফের জনমুখী ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এবার পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের জনগণের সুবিধার্থে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজে সোমবার জানিয়েছেন, রেশন নেওয়ার জন্য রাজ্যবাসীকে আর লাইনে দাঁড়াতে হবে না, তাঁদের সুবিধার্থে দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি ভিডিও বার্তায় এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধনীরা নিজেদের বাড়িতে আরামে বসে জিনিসপত্রের অর্ডার দেযন, দরিদ্রদের রেশন পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। প্রায়শই রেশন নেওয়ার জন্য কাজেও যেতে পারেন তাঁরা। রেশন ডিপো থেকে রেশন পেতে বয়স্ক মহিলাদের অনেকটা হাঁটতে হয়। ভগবন্ত মান আরও বলেছেন, দরিদ্রদের দেওয়া রেশন প্রায়ই নিম্নমানের হয়। “কিন্তু গরীবদের এটা খাওয়া ছাড়া কোন উপায় নেই। যাইহোক, এখন আপ এক্ষেত্রে পরিবর্তন আনতে প্রস্তুত। ভাল মানের রেশন পরিষ্কার মানের ব্যাগে প্যাক করা হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
এদিন আক্ষেপের সুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সে রাজ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন, শীঘ্রই তা বাস্তবায়িতও হবে। বিগত ৪ বছর ধরে দিল্লিতেও এমনটা শুরু করার জন্য সংগ্রাম করে চলেছি আমরা, সবকিছুর পরিকল্পনা করেছিলাম, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তা বন্ধ করে দিয়েছে।”