Monday, February 17, 2025
বাড়িজাতীয়বগটুই-কাণ্ড নিয়ে বলতে গিয়ে সংসদে কাঁদলেন রূপা, পশ্চিমবঙ্গে চাইলেন রাষ্ট্রপতি শাসন

বগটুই-কাণ্ড নিয়ে বলতে গিয়ে সংসদে কাঁদলেন রূপা, পশ্চিমবঙ্গে চাইলেন রাষ্ট্রপতি শাসন

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তা নিয়ে রাজ্যসভায় বলতে গিয়ে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। উদ্বিগ্ন রূপা বলেন, “পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি করছি। সে রাজ্যে গণহত্যা চলছে, মানুষ পালাচ্ছেন, পশ্চিমবঙ্গ আর বাঁচার যোগ্য নয়।” শুক্রবার বগটুই গ্রামের ঘটনা নিয়ে রাজ্যসভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রূপা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’

রূপা আরও বলেন, “পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা অপরাধ নয়। কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে।’’ রূপা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু ৮ জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। অটোপসি রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা ভেঙে একটি বন্ধ ঘরে আটকে পুড়িয়ে মারা হয়েছে।’’ এদিন সংসদের বাইরে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেন না। সরকার খুনিদের রক্ষা করছে। আমরা তো মানুষ, আমরা এমন রাজনীতি করি না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য