Monday, May 13, 2024
বাড়িজাতীয়যতবারই জিতুক না কেন, পেনশন একবারই পাবেন পঞ্জাবের বিধায়করা : ভগবন্ত মান

যতবারই জিতুক না কেন, পেনশন একবারই পাবেন পঞ্জাবের বিধায়করা : ভগবন্ত মান

চন্ডীগড়, ২৫ মার্চ (হি.স.): পঞ্জাবের সমস্ত আইনপ্রণেতাদের একবারই পেনশন দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, পঞ্জাবের বিধায়ক, প্রাক্তন বিধায়করা মাত্র এক মেয়াদের জন্যই পেনশন পাবেন, তাঁরা যতবারই জিতুক না কেন। বিধায়কদের পারিবারিক পেনশনও কমানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি মেয়াদের জন্য একাধিক পেনশন পাচ্ছেন পঞ্জাবের অনেকজন বিধায়ক, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন লাল সিং, সারওয়ান সিং ফিল্লাউর ও রাজিন্দর কৌর ভাট্টাল মাসিক ৩.২৫ লক্ষ টাকা পেনশন পাচ্ছেন। আবার রবি ইন্দর সিং, বলবিন্দর সিং মাসিক পেনশন পাচ্ছেন ২.৭৫ লক্ষ টাকা।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “আপনারা হয়তো অবাক হবেন, যারা তিন, পাঁচ এমনকি ছয় মেয়াদে বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরা পেনশন হিসাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। এমনকি তাঁরা বিধানসভায়ও আসেন না। তাঁরা যে পেনশন পান তা ৩.৫০ লক্ষ থেকে ৫.২৫ লক্ষ টাকা পর্যন্ত। এতে রাজ্যের কোষাগারে চাপ পড়ছে। এই রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এমনকি সংসদ সদস্য (সাংসদ) হিসাবে কাজ করেছেন এবং সেই পেনশনও পান।” ভগবন্ত বলেছেন, এভাবে সঞ্চিত অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। আমি ইতিমধ্যেই সমস্ত আইন প্রণেতাদের পারিবারিক পেনশন কমানোর জন্য অফিসারদের বলেছি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য