Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, জানিয়ে দিলেন জয়শঙ্কর

বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও স্বাভাবিক নয়, জানিয়ে দিলেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): বর্তমানে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পরই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন এস জয়শঙ্কর। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “১৯৯৩-৯৬ সালের চুক্তি লঙ্ঘন করে বিপুল সংখ্যক সৈন্যের উপস্থিতির কারণে, আমাদের (চিনের সঙ্গে) সম্পর্ক স্বাভাবিক নয়।”

জয়শঙ্কর বলেছেন, এখনও অবধি প্রচুর সেনা মোতায়েন রয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। প্যাংগং-সহ কিছু এলাকা সমাধানে অগ্রগতি করেছি আমরা। আমাদের মধ্যে আজ আলোচনা হয়েছে কীভাবে তা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ১৫ দফা আলোচনা হয়েছে।” চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে প্রায় ৩ ঘন্টা কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী আরও বলেছেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই তাঁকে আশ্বস্ত করেছেন তিনি এই বিষয়ে ফিরে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কোয়াড বৈঠক নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন জয়শঙ্কর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য