Tuesday, April 16, 2024
বাড়িজাতীয়আইপিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের বসার সুযোগ দিল সুপ্রিম কোর্ট

আইপিএস সহ বিভিন্ন পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্নদের বসার সুযোগ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা আইপিএস-সহ ইউপিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার শীর্ষ আদালত এ ব্যাপারে একটি অন্তর্বর্তী আদেশ জারি করল। শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর এবং অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা রিট আবেদনের ভিত্তিতে ওই অন্তর্বর্তী আদেশ দিয়েছে।

আবেদনকারী ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর দ্য রাইটস অফ দ্য ডিসএবেলড ওইসব চাকরি থেকে বিশেষ চাহিদাসম্পন্নদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি ছিল, আইপিএস আরপিএফের মতো বিভিন্ন পদে চাকরির ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্নদেরও সুযোগ দিতে হবে। একইভাবে দিল্লি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের পুলিস সার্ভিসের ক্ষেত্রেও তাদের চাকরিতে বসার সুযোগ দিতে হবে।

এর আগে ওই বেঞ্চ এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহায়তা চেয়েছিল। বেণুগোপাল ওই আবেদনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে হলফনামা জমা দিতে চান। সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চেয়েছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য