Friday, February 14, 2025
বাড়িজাতীয়পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-র প্রথম মন্ত্রিসভার বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরির ঘোষণা

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-র প্রথম মন্ত্রিসভার বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরির ঘোষণা

চণ্ডীগড়, ১৯ মার্চ (হি.স.) : শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মোট ২৫ হাজার সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব পাস করেছে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

মন্ত্রিসভা পঞ্জাব পুলিশ বিভাগে দশ হাজার শূন্যপদ এবং অন্যান্য সরকারি বিভাগে ১৫ হাজার শূন্যপদ সহ মোট ২৫ হাজারটি সরকারি চাকরির প্রস্তাব পাস করা হয়েছে বলে জানা গিয়েছে। আম আদমি পার্টি (আপ) তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিল,নসরকার গঠনের পরে তারা বেকার যুবকদের চাকরি দেবে।পঞ্জাবে আপের অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের সরকারি স্কুল ও হাসপাতালের অবস্থার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ তৈরি, ইলেকট্রিক বিলিং চক্র প্রতি ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।প্রসঙ্গত, এদিন পঞ্জাবে আম আদমি পার্টির (আপ) সিনিয়র নেতা হারপাল সিং চিমা এবং কুলদীপ সিং ধলিওয়াল সহ দশজন মন্ত্রী শপথ নিয়ে রাজ্যের ভগবন্ত মান নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। চণ্ডীগড়ের রাজভবনে শপথ অনুষ্ঠানে মন্ত্রীরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য