Friday, March 29, 2024
বাড়িজাতীয়জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : চতুর্দশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করলেন। আজ থেকে শুরু হওয়া দুদিনের ভারত সফরে কিশিদা রাজধানীতে এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিমানবন্দরে জাপানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জাপানের প্রধানমন্ত্রীর ১৪তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার এই প্রথম সফর এবং শীর্ষ সম্মেলন হবে দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। পূর্ববর্তী ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন ২০১৮ সালের অক্টোবরে টোকিওতে হয়েছিল।

এই শীর্ষ সম্মেলনটি উভয় পক্ষকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতামত বিনিময় করার সুযোগ করে দেবে, যাতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য তাদের অংশীদারিত্বকে এগিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য