Friday, February 14, 2025
বাড়িজাতীয়বিধানসভা ভোটে দলের ভরাডুবিতে পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফার নির্দেশ সোনিয়ার

বিধানসভা ভোটে দলের ভরাডুবিতে পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফার নির্দেশ সোনিয়ার



নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে পরাজিত পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতিদের ইস্তফার নির্দেশ দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । বিধানসভা ভোটে ভরাডুবির জেরেই উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার কংগ্রেস সভাপতিকে ইস্তফার নির্দেশ দিয়েছেন সোনিয়া ।সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পর পর্যালোচনা বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

 সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের শীর্ষ পদ থেকে সরে গিয়ে গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করার প্রস্তাব দেন। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা রাজি হননি। সোনিয়া গান্ধীকে সভানেত্রীর দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সেই বৈঠকেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পাঁচ রাজ্যের সভাপতিদের নির্দেশ দেন, যেন প্রদেশ কংগ্রেস কমিটি নতুন করে গড়ে তোলা হয়। এই বিষয়ে সভানেত্রীকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে কংগ্রেসের খারাপ ফল তো হয়েছেই, সেই সঙ্গে পঞ্জাবের মতো রাজ্যও কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্জাবে কংগ্রেসের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্বই নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ। হারের কারণ যাই হোক না কেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস শিবির। এর আগে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের শোচনীয় ফল হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেই একই ফল উঠে এল কংগ্রেসের পক্ষে, যা দলের শীর্ষনেতৃত্বের কাছে উদ্বেগের।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য