নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): জাতীয় স্তরে এনআরসি তৈরি করার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সমগ্র দেশে এনআরসি-র অবস্থা জানতে চেয়েছিলেন লোকসভার সাংসদ মালা রায়।
অসমে এনআরসি স্ট্যাটাস-সহ এনআরসি সম্পর্কিত কাজ কবে শেষ হবে, সে বিষয়েও জানতে চেয়েছিলেন মালা রায়।
একটি লিখিত উত্তরে, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “এখনও পর্যন্ত জাতীয় স্তরে এনআরআইসি প্রস্তুত করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।” তিনি আরও জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশে, অন্তর্ভুক্তির সম্পূরক তালিকা এবং এনআরসি অসমের জন্য বাদ দেওয়ার তালিকা ২১ আগস্ট, ২০১৯-এ প্রকাশিত হয়েছে।”