Wednesday, April 17, 2024
বাড়িজাতীয়ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয় : প্রশান্ত কিশোর

ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয় : প্রশান্ত কিশোর


নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ভারতের আসল লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করলেন তিনি। টুইটারে লিখেছেন, “সাহেব তা জানেন।” শুক্রবার সকালে টুইট করে প্রশান্ত কিশোর লিখেছেন, “ভারতে আসল লড়াই ও সিদ্ধান্ত হবে ২০২৪ সালে এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন!”

টুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, “তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপি-র জয়ের পরেই ২০২৪ ভোটের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, ‘‘২০২২ সালে উত্তর প্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’’ তার পরেই প্রশান্ত কিশোরের এই টুইট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য