Monday, February 10, 2025
বাড়িজাতীয়আহমেদাবাদে বিরাট রোড-শো প্রধানমন্ত্রীর, বিজয়োৎসবে উৎফুল্ল বিজেপি

আহমেদাবাদে বিরাট রোড-শো প্রধানমন্ত্রীর, বিজয়োৎসবে উৎফুল্ল বিজেপি

আহমেদাবাদে, ১১ মার্চ (হি.স.): আহমেদাবাদে বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড-এই চার রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয়ের পরবর্তী দিন, শুক্রবার সকালে আহমেদাবাদের রাজপথে বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’দিকে ছিল অসংখ্য মানুষের ভিড়, রোড-শো এগিয়ে যেতে থাকে, মানুষজনকে বিজয় চিহ্নও দেখাতে থাকেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চোখে-মুখে এদিন বিশেষ আনন্দও লক্ষ্য করা গিয়েছে, প্রধানমন্ত্রীর রোড-শো’তে ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিও শোনা যায়। উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড-এই চার রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর দিনই নরেন্দ্র মোদী গুজরাট সফরে এসেছেন। শনিবার পর্যন্ত তিনি উত্তর প্রদেশেই থাকবেন। রাজনৈতিক মহলের মতে, খাতায়-কলমে প্রধানমন্ত্রীর সফরে বিভিন্ন সরকারি কর্মসূচি দেখানো হলেও বিজেপি এই সফরকে কেন্দ্র করেই গুজরাট ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য