Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদআগামী মার্চে দায়িত্ব ছাড়বেন চীনের প্রধানমন্ত্রী লি কুছিয়াং

আগামী মার্চে দায়িত্ব ছাড়বেন চীনের প্রধানমন্ত্রী লি কুছিয়াং

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ।  চীনের প্রধানমন্ত্রী লি কুছিয়াং জানিয়েছেন, আগামী মার্চে চলতি মেয়াদ শেষ হওয়ার পরই দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।শুক্রবার তিনি তার এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা লি ২০১৩ সাল থেকে চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

দেশটির সংবিধান অনুযায়ী, টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যায় না।“এটাই প্রধানমন্ত্রীর পদে শেষ বছর আমার,” সংবাদ সম্মেলনে বলেছেন লি।শরতে ক্ষমতাসীন দলের সম্মেলনে নতুন দলপ্রধান ঠিক হবে, সেখানে পরবর্তী ৫ বছরের জন্য চীনের শীর্ষ নেতা হিসেবে শি জিনপিংই বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে; তেমনটা হলে তিনি টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার নজির গড়বেন।২০১৫ সালে চীনে সংবিধান বদলে প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি থাকতে পারবে না- এই নিয়ম তুলে দেওয়া হয়। শি সেই সুযোগ কাজে লাগাবেন বলেই অনুমান বিশ্লেষকদের।লি কুছিয়াংয়ের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা ক্ষমতাসীন দলটির নেতারাই ঠিক করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য