লখনউ, ১০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ ফের বিজেপির দখলেই যেতে চলেছে। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি জয়ী হয়েছে একটি আসনে ও এগিয়ে রয়েছে ২৪৫টি আসনে, সমাজবাদী পার্টি ১২১টি আসনে, বহুজন সমাজ পার্টি মাত্র একটি আসনে এবং কংগ্রেস এগিয়ে দু’টি আসনে। সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এগিয়ে রয়েছে ৪টি আসনে।
বৃহস্পতিবার দুপুর তিনটে অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে যোগী আদিত্যনাথের দল। অখিলেশ যাদবের দল আপাতত দ্বিতীয় স্থানে থেকে ১২১টি আসনে এগিয়ে রয়েছে। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি। উত্তর প্রদেশে আপনা দল (এস) এগিয়ে রয়েছে ১১টি আসনে। গেরুয়া ঝরে আশাহত হলেন অখিলেশ যাদব।