নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : বিজেপির উপর আস্থা রাখার জন্য উত্তরপ্রদেশ মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ট্যুইটে লেখেন, “উত্তরপ্রদেশে বিজেপির এই জয় গ্রামবাসী, সমাজের খেটে খাওয়া মানুষ, কৃষকদের জন্য এসেছে। দরিদ্রদের অটুট বিশ্বাসের জয়। যোগী আদিত্যনাথের দুর্নীতিমুক্ত, আতঙ্কমুক্ত প্রশাসনের উপর ভরসা রেখেছেন সাধারণ মানুষ। হৃদয়ের অন্তর থেকে উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।”
ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। গোরক্ষপুর থেকে লক্ষাধিক ভোটে জিতলেন যোগী আদিত্যনাথ। কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১৩৫ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ১, কংগ্রেস আটকে ২ আসনে। ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী।