Thursday, April 18, 2024
বাড়িরাজ্যপ্রস্তুতি খতিয়ে দেখতে সরজমিনে গেলেন প্রদ্যোৎ

প্রস্তুতি খতিয়ে দেখতে সরজমিনে গেলেন প্রদ্যোৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ : গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আগামী ১২ মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথার জনসমাবেশ অনুষ্ঠিত হবে। জনসমাবেশকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দান সাজিয়ে তোলা হচ্ছে। তাই শুক্রবার প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন।

তিনি মাঠ পরিদর্শন করে জানান, জনসমাবেশে প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন। রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে সমাবেশে অংশগ্রহণ করবে কর্মী-সমর্থকরা। তাদের স্বাগত জানানো হবে আগরতলা শহরে। কারণ আগরতলা সবার। দীর্ঘ ৬ বছর পর জনজাতিদের জনসমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে এদিন সমাবেশ অনুষ্ঠিত যাতে করা হয়, তার জন্য আহ্বান জানান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তবে এই সমাবেশ কতটা সাড়া ফেলবে তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আগামী ২৩ -এর বিধানসভা নির্বাচনের আগে এটি প্রদ্যোৎ -এর শক্তি পরীক্ষা বললে ভুল হবে না। যতদূর জানা যায় এ জনসমাবেশ থেকে শুরু বিধানসভা নির্বাচনের রণকৌশন তৈরি করবে না, ৩১ মার্চের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার দাবি তোলা হবে। কারণ আগামী ৩১ মার্চের পর জনজাতিদের উন্নয়নের জন্য অর্থাৎ গ্রাম পাহাড়ে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হবেনা বলে সূত্রের খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য