Friday, February 7, 2025
বাড়িজাতীয়সিধু-সহ হেভিওয়েটদের পরাজয়, কেজরিওয়াল বললেন পঞ্জাব অসাধারণ করেছে

সিধু-সহ হেভিওয়েটদের পরাজয়, কেজরিওয়াল বললেন পঞ্জাব অসাধারণ করেছে

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, পরাজিত নভজ্যোৎ সিং সিধু, শিরোমণি অকালি দলের বিক্রম সিং মাজিথিয়া। হেভিওয়েটদের পরাজয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানালেন, পঞ্জাব অসাধারণ করেছে।” পাটিয়ালা আসনে আপ প্রার্থী অজিতপাল সিং কোহলির কাছে ১৯ হাজার ৮৭৩ ভোটে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমৃতসর পূর্ব আসনে ৬,৭৫০ ভোটে হেরেছেন সিধু, এই আসনেই প্রার্থী ছিলেন বিক্রম সিং, তিনি হেরেছেন ১৪,৪০৮ ভোটে।

কেজরিওয়াল এদিন পঞ্জাবের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “সুখবীর সিং বাদল হেরেছেন, ক্যাপ্টেন সাহাব হেরেছেন, চান্নি সাহাব হেরেছেন, প্রকাশ সিং বাদল হেরেছেন, নভজ্যোত সিং সিধু হেরেছেন, বিক্রম সিং মাজিথিয়া হেরেছেন। পাঞ্জাব অসাধারণ করেছে।” পঞ্জাবের জনগণকে তিনি আশ্বস্ত করে বলেছেন, “আমরা এমন একটি ভারত তৈরি করব, যেখানে কোনও শিক্ষার্থীকে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে যেতে হবে না…এই ফলাফলের মাধ্যমে মানুষ দেখিয়েছে যে কেজরিওয়াল একজন সন্ত্রাসী নন বরং একজন প্রকৃত ‘দেশভক্ত’।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য