Friday, March 29, 2024
বাড়িজাতীয়ভোটগণনার নিয়মে বদল নয়: শীর্ষ আদালত

ভোটগণনার নিয়মে বদল নয়: শীর্ষ আদালত

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : আগামীকাল ১০ মার্চ উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা। তার আগে ভোট গণনার নিয়মে কোনও বদল আনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। এনিয়ে জরুরি শুনানির আর্জিও বুধবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এন ভি রমণার বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, যে পদ্ধতিতে এতদিন ভোট গণনা হয়ে এসেছে, এবারও সে ভাবেই হবে।

শীর্ষ আদালতে এক আবেদনকারী আর্জি জানিয়েছিলেন, ভোটগণনা শুরুর আগেই ভিভিপ্যাট যাচাই করা হোক। পাশাপাশি, ভিভিপ্যাট যাচাইয়ের এই বিষয়টি প্রতি বিধানসভা কেন্দ্রের ৫টি বুথ থেকে বাড়িয়ে ২৫টিতে করার আবেদন জানিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশ ও অন্য কয়েকটি রাজ্যে ভোটগণনা যেহেতু ১০ মার্চ, সেজন্য আগামীকালই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। সমাজকর্মী রাকেশ কুমারের এই জনস্বার্থ মামলাটি নিয়ে এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‘আমরা ভোট গণনার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছি না।’’

এদিন সকালেই সুপ্রিম কোর্টের বেঞ্চ অবশ্য এই মামলাটি আগামিকালই শুনতে রাজি হয়েছিল। আইনজীবী মীনাক্ষী অরোরা বিষয়টি শীর্ষ আদালতের সামনে তুলে ধরেছিলেন। তবে পরে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মনিন্দর সিং শীর্ষ আদালতে জানান, জনস্বার্থ মামলার আবেদন খারিজ করা প্রয়োজন। কারণ, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় মেনেই কমিশন তার আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছে। আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, ভিভিপ্যাট যাচাইয়ের বিষয়টি গণনার শুরুর দিকে, প্রথম কিংবা দ্বিতীয় রাউন্ডেই হওয়া উচিত। প্রধান বিচারপতি এর পর জানিয়ে দেন, তাঁরা বিষয়টিতে হস্তক্ষেপ করছেন না। ভোট গণনা চালু নিয়ম মেনেই এগোবে। তবে জনস্বার্থ মামলার বিষয়টি পরে দেখা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য