Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়লোকসভার ভোটের আগে ১০৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে কংগ্রেসকে।

লোকসভার ভোটের আগে ১০৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে কংগ্রেসকে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মার্চ : লোকসভার আগে আয়কর অস্বস্তি কাটছে না কংগ্রেসের। ট্রাইব্যুনালের পর হাই কোর্টেও ধাক্কা হাত শিবিরের। যা পরিস্থিতি তাতে সুপ্রিম কোর্ট স্বস্তি না দিলে ভোটের আগে ১০৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে কংগ্রেসকে।

গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। এর পর গত ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেন, আয়কর দপ্তর নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। এর প্রথমে বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায়ে জানায়, কংগ্রেসের যে কর বকেয়া আছে, সেটা দিতেই হবে। এমনকী আরও প্রায় ৭০ কোটি টাকা আয়কর দপ্তরের কাছে বকেয়া হাত শিবিরের। এখন ওই টাকা লোকসভার আগে মেটাতে হলে বিরাট ধাক্কা খাবে কংগ্রেস।


এই অবস্থায় দিল্লি হাই কোর্টে আয়কর ট্রাইব্যুনালের বিরুদ্ধে মামলা করে কংগ্রেস। কিন্তু সেখানেও স্বস্তি পেল না হাত শিবির। বুধবার দিল্লি হাই কোর্ট জানিয়ে দিয়েছে, আয়কর বিভাগ যে পদক্ষেপ করেছে তাতে কোনও ভুল নেই। কংগ্রেসকে আপাতত ১০৫ কোটি টাকা বকেয়া আয়কর মেটাতে হবে। সেটাও লোকসভা ভোটের ঠিক মুখে। এমনিতেই কংগ্রেসের তহবিলের অবস্থা শোচনীয়। তার উপর যদি বাড়তে এই ১০৫ কোটি টাকা মেটাতে হয়, তাহলে আর্থিকভাবে আরও ধাক্কা খাবে হাত শিবির। যদিও দলের তরফে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হচ্ছে।


এক দিকে আদালতগুলিতে আইনি পদ্ধতিতে লড়বে কংগ্রেস, অন্যদিকে একাধিক কংগ্রেস নেতা দাবি করেছেন, আয়কর নিয়ে ডামাডোল আসলে মোদি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়াই উদ্দেশ্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য