স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: বুধবারও কৃষক আন্দোলনে উত্তাল পাঞ্জাব-হরিয়ানা সীমানা। নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে নতুন করে দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সূত্রের খবর, প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পেরতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আধা সামরিক বাহিনী নামিয়েও রোখা যাচ্ছে না কৃষকদের। বিক্ষোভকারীদের ঠেকাতে লাগাতার কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। এর মধ্যেই পঞ্চম দফায় বৈঠক ডেকেছে সরকার পক্ষ। কোনওভাবেই ২০২০-২১ সহিংস বিক্ষোভের পুনরাবৃত্তি চাইছে না তারা।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা নতুন করে কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “চতুর্থ রাউন্ডের পরে সরকার ন্যূনতম সমর্থন মূল্য-সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি সব কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” পাশাপাশি কৃষকদের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ করছেন তিনি। উল্লেখ্য, চারবার সরকার-কষক বৈঠকে হলেও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়ে দিয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। তারা ট্র্যাক্টরগুলিকেই ‘অস্থায়ী ট্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করছেন। যাবতীয় বিরোধ এড়িয়ে এগিয়ে চলেছেন রাজধানীর দিকে।
গতকালই কৃষক নেতা সরওয়ান সিং পান্ধের জানান, “কোনও মতেই সরকার আমাদের দিল্লিতে পৌঁছতে দিতে চায় না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে আমরা দিল্লি যাবই। এখন আমাদের উপরে শেল-কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায়।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেষ দেখে ছাড়তে চাইছেন আন্দোলনকারীরা।