Saturday, February 15, 2025
বাড়িজাতীয়উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে দাঙ্গাবাজ, মাফিয়া, গুন্ডারাজকে নিয়ন্ত্রণে রাখা: প্রধানমন্ত্রী মোদী

উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে দাঙ্গাবাজ, মাফিয়া, গুন্ডারাজকে নিয়ন্ত্রণে রাখা: প্রধানমন্ত্রী মোদী

সীতাপুর(উত্তরপ্রদেশ), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেন, রাজ্যে বিজেপি সরকার মানে “দাঙ্গা, ‘মাফিয়ারাজ’ এবং ‘গুন্ডা রাজ’ এবং মহিলাদের সুরক্ষার উপর নিয়ন্ত্রণ”।

এদিন একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে দাঙ্গাবাজ, মাফিয়ারাজ এবং গুন্ডারাজের ওপর অবিরাম নিয়ন্ত্রণ। উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে উৎসব পালনের স্বাধীনতা। উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে বোনদের সুরক্ষা। ইভ-টিজারদের মেয়ে। উত্তরপ্রদেশে বিজেপি সরকার মানে কেন্দ্রের পরিকল্পনা দ্বিগুণ গতিতে বাস্তবায়িত হচ্ছে।”

সন্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা আমার জন্য আনন্দের বিষয় যে আমি কাশীর সাংসদ যেখানে সন্ত রবিদাস জি জন্মগ্রহণ করেছিলেন। আমি ভাগ্যবান যে ভগবান আমাকে সৌন্দর্যায়নের পবিত্র কাজের মাধ্যম বানিয়েছেন। সন্ত রবিদাস জির অনুপ্রেরণায়, আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্রে চলছে। আমাদের প্রকল্পগুলি দরিদ্র, দরিদ্র, শোষিত, পশ্চাদপদ এবং বঞ্চিতদের কল্যাণে কেন্দ্রীভূত।উত্তরপ্রদেশে সাত দফা বিধানসভা নির্বাচনে দুদফার ভোটগ্রহণ শেষ হয়েছে যথাক্রমে ১০ এবং ১৪ ফেব্রুয়ারি। এবার তৃতীয় ধাপের ভোট ২০ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য