স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: জামিন পেলেন মণীশ সিসোদিয়া। তিন দিনের জন্য দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই মণীশের ভাইঝির বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্যই তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।