Sunday, September 8, 2024
বাড়িজাতীয়সেনার গোলাবারুদের কারখানায় আচমকাই বিস্ফোরণ মহারাষ্ট্রে ! 

সেনার গোলাবারুদের কারখানায় আচমকাই বিস্ফোরণ মহারাষ্ট্রে ! 

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি : মহারাষ্ট্রের ভান্ডারায় ‘ভারতীয় অর্ডন্যান্স বোর্ড’-এর গোলাবারুদের কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটল। শনিবার সকালে ওই দুর্ঘটনায় কারখানার এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অর্ডন্যান্স বোর্ড জানিয়েছে।

মূলত ভারতীয় সেনা এবং অন্যান্য সরকারি বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন করা হয় ওই কারখানায়। অর্ডন্যান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, গোলাবারুদ সাময়িক ভাবে মজুত রাখার জায়গায় সকাল ৮টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে। তাতে অবিনাশ মেশরাম (৫২) নামে এক কর্মীর মৃত্যু হয়।


বিস্ফোরণের সময় সকালের শিফ্‌টের কর্মী অবিনাশ একাই দুর্ঘটনাস্থলে ছিলেন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ বিধ্বস্ত হয়ে যায়। আগুন ধরে যার বাইরে রাখা কয়েকটি যানবাহনে! কী কারণে এই বিস্ফোরণ, সে বিষয়ে ভান্ডারায় কারখানা কর্তৃপক্ষ কিছু জানাননি। ‘ভারতীয় অর্ডন্যান্স বোর্ড’-সূত্রের খবর বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য