মাছরেহতা(উত্তরপ্রদেশ), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি ব্যতীত অন্য কোনও দলের সাহস নেই যে তারা যে কাজ করেছে তার রিপোর্ট কার্ড দেখানোর। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মাছরেহতাতে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দাবি করলেন। তিনি বলেন, যখন অন্যান্য “পরিবারতান্ত্রিক দলগুলি” কেবলমাত্র লম্বা প্রতিশ্রুতি দেয় এবং কেবল তাদের নিজের জন্য কাজ করে।
একটি দল বা নেতা বেছে নেওয়ার জন্য শুধুমাত্র একটি ভিত্তি থাকা উচিত, তা হল, অতীতে দলের করা কাজ যা ভবিষ্যতে কী করবে তা নির্ধারণ করবে। যারা অতীতে ভালো কাজ করে এবং ভবিষ্যতেও ভালো কাজ করবে। কোন রাজনৈতিক দলেরই সাহস নেই যে তারা যা করেছে তার রিপোর্ট কার্ড রাখতে। যদি এমন কোন দল থেকে থাকে তা বিজেপি সাহস করে।
নড্ডা আরও বলেন, উত্তরপ্রদেশ অর্থনীতি দেশের মধ্যে দ্বিতীয় ছিল। গত পাঁচ বছরে আমরা ১০টি বিশ্ববিদ্যালয়, ৭৭টি কলেজ, ২৮টি ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছি এবং সাড়ে চার লক্ষ লোককে চাকরি দিয়েছি। আজ এখানে মেডিকেল কলেজের সংখ্যা সবচেয়ে বেশি। “পরিবারতান্ত্রিক দলগুলি” দেশের জন্য বিপজ্জনক বলে অভিহিত করে তিনি বলেন, এই দলগুলি নিজেদের স্বার্থের বাইরে চিন্তা করে না এবং শুধুমাত্র বিজেপিই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।বিজেপি একটি আদর্শের দল যা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাকি সব দলই বংশবাদী দল। তারা তাদের দলের বাইরে চিন্তা করে না। এই বংশবাদী দলগুলো দেশের জন্য বিপজ্জনক।