Friday, November 22, 2024
বাড়িজাতীয়রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি !

রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি : রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি! এর জেরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল রামমন্দিরে । আপাতত দর্শন বন্ধ করল পুলিশ। একটি সূত্রে দাবি, ভিড়ের চাপে বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন। তবে বড়সড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। পরিস্থিতির জেরে অতিরিক্ত পুলিশ বাহিনী আনছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।


সেখানে দেখা গিয়েছে, পুলিশের ব্যারিকেড হুড়মুড় করে মন্দিরের দিকে ছুটছে জনস্রোত। সেই সময়েই বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন বলে দাবি বেশ কিছু সংবাদ সংস্থার। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনী চেয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জেপি নাড্ডার অযোধ্যা সফর বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন শীর্ষ বিজেপি নেতার আগামীকাল রামমন্দিরে আসার কথা ছিল, সেই ভিআইপি দর্শনও বাতিল করা হয়েছে।

মন্দির দর্শনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তার জন্য প্রস্তুতি ছিল রাজ্য প্রশাসন। কিন্তু তার পরেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যদিও উত্তরপ্রদেশে এখন শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো ঠান্ডা চলছে। কিন্তু সেই ঠান্ডাকে উপেক্ষা করেই মন্দির দর্শনে সোমবার রাত ৩টে থেকে লাইনে দাঁড়ান পুণ্যার্থীরা। সেই ভিড়ের চাপেই মঙ্গলবার অসুস্থ হলেন বেশ কয়েক জন ভক্ত।

উল্লেখ্য, গতকালকের উদ্বোধনের পর মঙ্গলবার সকাল ৭টায় খোলে মন্দিরের দরজা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পরে আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত রামলালা দর্শন চলবে। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা। যদিও ভিড়ের চাপে আপাতত দর্শন বন্ধ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য