স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি : দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। তার আগের দিন ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। আর এবারের বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। ওই ক্ষেত্রের জন্য একটি সামাজিক সুরক্ষা তহবিলের কথা জানাতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রসঙ্গত, সামাজিক সুরক্ষা বিল, ২০২০-তে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তহবিল গঠিত হলে তা এক বিরাট পদক্ষেপ তৈরি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সমস্ত শ্রমিকদের জন্য এই তহবিল গড়ার ক্ষেত্রে তা এক বড় ভূমিকা নিতে পারে। এখনও পর্যন্ত সমস্ত রাজ্যের জন্য এই বিলের প্রস্তাবনাগুলি প্রয়োগ করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই ঘোষণার সম্ভাবনা বাড়ছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, ৩১ জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ১ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চলতি বছরই লোকসভা ভোট । তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে।