Saturday, February 8, 2025
বাড়িজাতীয়রামলালার বিগ্রহে প্রতিষ্ঠা পেল প্রাণ, অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন

রামলালার বিগ্রহে প্রতিষ্ঠা পেল প্রাণ, অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.): রামলালার বিগ্রহে প্রতিষ্ঠা পেল প্রাণ, উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল শ্রীরাম মন্দির। রাম মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণ প্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।

তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।

‘প্রাণ প্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রাম মন্দির থেকে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি। রাম লালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদী। পুজোর সময় হাতে পদ্মফুল নিয়ে সংকল্প করেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চপ্রদীপে রামলালার আরতিও করছেন প্রধানমন্ত্রী মোদী। ‘প্রাণ প্রতিষ্ঠা’ সম্পন্ন হতেই শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অযোধ্যা। রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই সময়ে রামায়ণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মন্দির ও তীর্থস্থান ঘুরে দেখেন তিনি। সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর গ্লাস থেকে চামচে করে তরল পানীয় খাইয়ে প্রধানমন্ত্রীর ব্রত ভাঙা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য