নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণে সোমবারই লোকসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের নিম্নকক্ষে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন মোদী, কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করা মাত্রই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন কংগ্রেস সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়টাকাউট করার পর প্রধানমন্ত্রীকে বিঁধেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর বক্তৃতা না শুনে আমরা বেরিয়ে এসেছি কারণ রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলার পরিবর্তে তিনি কংগ্রেসকে নিশানা করছেন।”
এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। সদনে সমস্ত দলের সদস্যরা আছেন এবং তাঁরা সমস্ত স্কিম নিয়ে কথা বলেন। সে সব নিয়ে কথা না বলে তিনি কংগ্রেসকে নিয়ে মন্তব্য করছেন। তাঁর গান্ধীজিকে মনে পড়েছে। যারা গান্ধীজির হত্যাকারীর পূজা করে তাঁরা আমাদের বলছে যে কংগ্রেস ভেঙে দেওয়া উচিত।” খাড়গের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিভাইড এন্ড রুল’ মন্তব্য শুধুমাত্র তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য।