Monday, February 17, 2025
বাড়িজাতীয়অখিলেশ জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে, দাবি মমতার

অখিলেশ জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে, দাবি মমতার



লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি স)। অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। লখনউয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে লড়ছে না তৃণমূল। তবে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদবের আমন্ত্রণে, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার লখনউয়ে ভার্চুয়াল সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে। ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি। হাথরাসের ঘটনার জন্য আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবে। উন্নাওয়ের ঘটনার জন্য আগে ক্ষমা চাও।

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মমতা বলেন, পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন? তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা। কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য