নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভার সাংসদ ও ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে বিশেষ অনুরোধ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর প্রদেশের হাপুরে আসাদুদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি-হামলার ঘটনায় সোমবার রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িতে গুলি চালায়।
তিনি নিরাপদে বেরিয়ে আসেন, কিন্তু তাঁর গাড়ির নীচের দিকে তিনটি গুলি লাগে। গোটা ঘটনাটি তিনজন প্রত্যক্ষদর্শী দেখেছেন। এফআইআর দায়ের করা হয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “হাপুর জেলায় (উত্তর প্রদেশ) ওয়াইসির কোনও পূর্বনির্ধারিত ইভেন্ট ছিল না, তাঁর গতিবিধির কোনও তথ্য জেলা কন্ট্রোল রুমে আগে পাঠানো হয়নি। ঘটনার পর তিনি নিরাপদে দিল্লি পৌঁছেছেন। দ্রুত ব্যবস্থা নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তাদের কাছ থেকে দু’টি পিস্তল ও একটি অল্টো গাড়ি উদ্ধার করা হয়। ফরেনসিক দল গাড়ি এবং ঘটনাস্থলের তদন্ত করেছে, প্রমাণ সংগ্রহ করা হয়েছে।”
গুলি-হামলার পরই ওয়াইসিকে বুলেটপ্রুফ গাড়ি ও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় তিনি বলেছেন, “ওয়াইসির ঝুঁকির পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং তাঁকে একটি বুলেটপ্রুফ গাড়ি এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু, নিজের মৌখিক তথ্য অনুযায়ী, তিনি তা নিতে অস্বীকার করেছেন। আমি তাঁকে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত নিরাপত্তা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।” অমিত শাহ আরও বলেছেন, “স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে অবিলম্বে রিপোর্ট নিয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির পূর্ববর্তী ইনপুটের ভিত্তিতে, কেন্দ্র তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু, নিরাপত্তা নিতে তাঁর অনিচ্ছার কারণে, তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য দিল্লি ও তেলেঙ্গানা পুলিশের প্রচেষ্টা সফল হয়নি।”